Thank you for trying Sticky AMP!!

স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যুর পরদিন এল পজিটিভ রিপোর্ট

ছবিটি প্রতীকী

হবিগঞ্জের নবীগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুর এক দিন পর স্বাস্থ্য পরিদর্শকের করোনার পজিটিভ ফল এসেছে। মারা যাওয়া স্বাস্থ্য পরিদর্শক জগদীশ চন্দ্র দাশ (৫৯) উপজেলা স্বাস্থ্য বিভাগের ৭ নম্বর করগাঁও ইউনিয়নে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি উপজেলার গয়াহরি গ্রামে।

গতকাল বুধবার ভোরে তিনি নিজ বাড়িতে মারা যান। গত শনি বার তাঁর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সামাদ। তিনি জানান, জগদীশ চন্দ্র দাশ আগে থেকেই হৃদ্‌রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। তাঁর হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচারও করা হয়েছিল। হৃদ্‌রোগ ও ডায়াবেটিসজনিত অসুস্থতার কারণে তিনি প্রায় সপ্তাহখানেক ধরে নিজ বাড়িতে ছিলেন। এর সঙ্গে করোনার কিছু উপসর্গও দেখা দিয়েছিল। মঙ্গলবার সিলেটের চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন। পরে বাড়ি ফিরে আসার পর গতকাল ভোরে তাঁর মৃত্যু হয়। স্বাস্থ্য পরিদর্শকের পরিবারের লোকজনকে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।