Thank you for trying Sticky AMP!!

হাসপাতালে বিয়ে

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পাশে ছোট্ট একটি কুঁড়েঘরে বড় হয়েছেন পপি আকতার। মেয়েটির মা মানসিক ভারসাম্যহীন। বাবা দিনমজুর। স্থায়ী কোনো আবাস নেই। চালচুলোহীন এই পরিবারের মেয়ে পপিকে পাত্রস্থ করার দায়িত্ব নিলেন চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া। গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পাশে চতুর্থ কর্মচারী সমিতির কার্যালয়ে জহিরুলের উদ্যোগে পপির বিয়ে সম্পন্ন হয়।

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের মৃত সাবের আহমদের ছেলে মো. জসিমের সঙ্গে পপির বিয়ে হয়। বিয়েতে প্রায় শতাধিক মানুষকে আপ্যায়ন করা হয়। সিএমপির উপকমিশনার (উত্তর) বিজয় বসাক, এডিসি মিজানুর রহমান, পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার দেবদূত মজুমদার, হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জহিরুল হক জানান, ‘মেয়েটিকে নিজের মেয়ের মতো করে বড় করেছি। এখন বিয়ে দিতে পেরে খুশি।’