
সিলেটে বেড়াতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন করা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা অক্ষত থাকলেও তাঁদের বেশ কিছু মালামাল পুড়ে গেছে। আগুনে বাসের পুরো অংশ পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সিলেট বিমানবন্দর সড়কের মালনিছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর, গোয়াইনঘাটের বিছনাকান্দি বেড়াতে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৭ শিক্ষার্থী। সিলেটে আসার পর দুটি বাসে করে তাঁরা ওইসব এলাকায় ঘুরেছেন। বিআরটিসির দুটি বাসে করে তাঁরা সিলেটের দিকে ফিরছিলেন। গতকাল রাত ৯টার দিকে শিক্ষার্থীদের পরিবহন করা একটি বাস বিমানবন্দর সড়কের মালনিছড়া বাগানের পাশে আসার পর হঠাৎই ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। এ সময় বাসে থাকা শিক্ষার্থীরা ও চালক নেমে যান। এর পরপরই বাসে আগুন লেগে যায়। এতে সবাই আতঙ্কিত হয়ে পড়েন।
বাসে আগুন লাগার কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কটিতে যানজটের সৃষ্টি হয়। এ সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই বাসের ভেতরের বিভিন্ন অংশ ও সরঞ্জাম পুড়ে যায়। বাসে আগুনে শিক্ষার্থীদের সঙ্গে থাকা মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে বাসের নিচের অংশে লকারে রাখা মালামালের ক্ষয়ক্ষতি হয়নি।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির বলেন, আগুন লেগে বাসটি পুড়ে গেছে। বাসের যাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা সিলেটে বেড়াতে এসেছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, বাসের ইঞ্জিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।