Thank you for trying Sticky AMP!!

ট্রেন

প্রচণ্ড গরমের মধ্যে মির্জাপুরে সিল্কসিটি ট্রেনে আগুন, আতঙ্কে ১০ যাত্রী আহত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ পথে উপজেলার মহেড়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

তীব্র তাপপ্রবাহের কারণে ট্রেনের হাইড্রোলিক ব্রেক থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ট্রেনটি স্টেশন এলাকায় থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার খবরে আতঙ্কে যাত্রীদের কেউ কেউ দরজা-জানালা দিয়ে লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

মহেড়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটিকে যাওয়ার সুযোগ করে দিতে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি মহেড়া স্টেশনে থামানো হয়। এ সময় প্রচণ্ড গরমে ‘ট’ বগি থেকে কয়েকজন যাত্রী নিচে নেমে বগির পেছনে হাইড্রোলিক ব্রেকে আগুন দেখতে পান। তাঁরা দ্রুত বিষয়টি রেলস্টেশনের মাস্টারকে জানান। পরে রেলস্টেশনের কর্মকর্তা-কর্মচারী ও ট্রেনের নিরাপত্তাকর্মীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে ট্রেনে আগুন লাগার খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ভয়ে যাত্রীদের কেউ কেউ বগির জানালা-দরজা দিয়ে লাফিয়ে নামার চেষ্টা করেন। জানালা দিয়ে নামার সময় অনেকের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কেটে যায়।

মহেড়া গ্রামের বাসিন্দা সাগর মিয়া প্রথম আলোকে বলেন, আগুন লাগার খবরে তাঁরা রেলস্টেশনে ছুড়ে যান। তখন যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। তাঁদের অনেকে ছোটাছুটি করছিলেন।

মহেড়া রেলওয়ে স্টেশনের মাস্টার সোহেল খান প্রথম আলোকে বলেন, ক্রসিংয়ের জন্য সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে থামানো হয়েছিল। তীব্র তাপপ্রবাহের কারণে ট্রেনের হাইড্রোলিক ব্রেক থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঘটনাটি স্টেশন এলাকায় হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার খবরে যাত্রীদের কয়েকজন ট্রেন থেকে লাফিয়ে নামার কারণে আহত হয়েছেন। তাঁদের মধ্যে চার-পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রেনটি ১ ঘণ্টা ২৫ মিনিট পর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

মির্জাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার কামরুল হাসান প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার কারণে মির্জাপুর রেলস্টেশনে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছুক্ষণ থেমে ছিল। পরে মির্জাপুর থেকে দেরিতে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।