নীলফামারীতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুরু হয়েছে শিখো-প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন। সকালে সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হয়
নীলফামারীতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুরু হয়েছে শিখো-প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন। সকালে সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হয়

নীলফামারীতে উৎসবের আমেজে চলছে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

শীতের সকালে কুয়াশার মধ্যে একে একে জড়ো হতে থাকে কৃতী শিক্ষার্থীরা। কনকনে শীত উপেক্ষা করে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে এই উৎসব শুরু হয়। শুরুতে উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে এসে নির্দিষ্ট বুথের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সার্টিফিকেট, ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে।

উৎসবে এসে শিক্ষার্থীদের কেউ কেউ সেলফি তুলেছে, অনেকে দল বেঁধে ছবি তুলছে, ছোট ছোট দলে চলছে আড্ডা। বন্ধুদের হইহুল্লোড়ে উৎসবমুখর পুরো প্রাঙ্গণ। উৎসবে অংশ নিতে জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৩২০ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে।

সারা দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

অদম্য মেধাবী ইমন ইসলাম এই আয়োজনে এসে খুবই খুশি

হাঁটুতে ভর করে রেজিস্ট্রেশন বুথের দিকে আসছিল জেলার ডোমার উপজেলার পাঙ্গা মহেশচন্দ্র উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ইমন ইসলাম। তার বাড়ি পাঙ্গামটুকপুর ইউনিয়নের পাঙ্গা গ্রামে। সে বলল, এক ভাইয়ের মোটরসাইকেলে কষ্ট করে এখানে এসেছে। এখানে এসে তার খুব ভালো লাগছে।

কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় আসতে পেরে আনন্দিত সবাই

সৈয়দপুর তুলশীরাম সরকারি উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে রাফিয়া আক্তার, রাফিয়াতুল জান্নাত, জেরিন, জাফরিন। তারা চার বান্ধবী ভর্তি হয়েছে আলাদা চার কলেজে। রাফিয়া বলল, ‘খুব সকালে উঠে সকাল ৭টায় চার বান্ধবী লোকাল বাসে করে এখানে আসলাম।’ রাফিয়া বলল, ‘প্রায় দুই মাস ধরে বান্ধবীদের সঙ্গে সেভাবে যোগাযোগ হচ্ছে না। আজকে সবাইকে পেয়ে অন্য রকম আনন্দ পাচ্ছি।’

উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে এসে নির্দিষ্ট বুথের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সার্টিফিকেট, ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে

দিনব্যাপী সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (এক মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স।

দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে উৎসব প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন জেলার গুণীজনেরা।