গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ‘শিশুবক্তা’ আবু রায়হান নিহত

আবু রায়হান আজাদী
আবু রায়হান আজাদী

রংপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত আবু রায়হান আজাদী (২১) মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুজন আহত হয়েছেন। তাঁরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের জাহিদুল ইসলাম (২৫) ও সুন্দরগঞ্জে উপজেলার পাঁচপীর গ্রামের ইসলাম তাজুল ইসলাম (৩০)। তাঁদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আবু রায়হান রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। আজ বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। গতকাল রাতেই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

পুলিশ জানায়, গতকাল রাতে আবু রায়হান সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে মোটরসাইকেলে করে সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন। রামজীবন ইউনিয়নের দক্ষিণ কে কই কাশদহ এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবু রায়হানের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।