জামালপুরের দেওয়ানগঞ্জে জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটিপাড়া এলাকা থেকে জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার যুবদল নেতার নাম আকরাম হোসেন। তিনি দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তাঁর বাড়ি উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটিপাড়া এলাকায়। অন্য ব্যক্তিরা হলেন আবদুল মাজেদ (৫০), কুদ্দুস মিয়া (৫৮), বিল্লাল হোসেন (৩৫), আজিজুর রহমান (৫৫), সুমন মিয়া (৪৫), চান মিয়া (৬০)। তাঁদের সবাইকে আজ সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটিপাড়া এলাকার একটি ঘরে নিয়মিত জুয়ার আসর বসানো হয়। এমন খবর পেয়ে গোয়েন্দা শাখার সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। এ সময় হাতেনাতে যুবদল নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন সন্ধ্যা ৬টার দিকে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।