নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধারের খবরে ঘটনাস্থলে মানুষের ভিড়। গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহীর বাগমারার হাসনিপুর এলাকায়
নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধারের খবরে ঘটনাস্থলে মানুষের ভিড়। গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহীর বাগমারার হাসনিপুর এলাকায়

নিখোঁজের এক দিন পর নদ থেকে একজনের লাশ উদ্ধার

রাজশাহীর বাগমারায় নিখোঁজের এক দিন পর নদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাসনিপুর টাটা ইটভাটার নিচে বারনই নদে লাশটি পাওয়া যায়।

মারা যাওয়া ব্যক্তির নাম নাজমুল হক (৪৩)। তিনি বাগমারার গণিপুর ইউনিয়নের হাসনিপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। গত বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি নাজমুল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বারনই নদের তীরে অবস্থিত টাটা ইটভাটার নিচে নদের পানিতে একজনের লাশ ভাসতে দেখেন শ্রমিকেরা। পরে তাঁরা অন্যদের জানালে লোকজন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ইটভাটার সামনে রাখেন। রাত আটটার দিকে নাজমুলের বাবা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। তাঁর শরীরে জার্সি, হাতঘড়ি ও প্যান্টের পকেটে হেডফোন ছিল। তবে তাঁর মুঠোফোন পাওয়া যায়নি। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

নাজমুলের বাবা আফজাল হোসেন বলেন, বুধবার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বৃহস্পতিবার সন্ধ্যার পর ছেলের লাশ পাওয়ার খবর পেয়ে ছুটে এসেছেন। কীভাবে মারা গেলেন তাঁর ছেলে তা বলতে পারেননি তিনি।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পুলিশের তথ্য সংগ্রহ চলছে। পরে এ বিষয়ে জানানো হবে।