বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল এ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে জেলার অন্যতম সমন্বয়ক পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী বরকতউল্লাহ ফাহাদকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনজুরুল ইসলামকে সদস্যসচিব, সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ইউসুফ আরফান বিপ্লবকে মুখ্য সংগঠক ও একই কলেজের শিক্ষার্থী সিরাজুম মনিরাকে মুখপাত্র করা হয়েছে।
৩৮২ সদস্যের এ কমিটিতে ৩৩ জনকে যুগ্ম আহ্বায়ক, ৩৮ জনকে যুগ্ম সদস্যসচিব ও ৩৪ জনকে সংগঠক করা হয়েছে। অন্যদের কমিটির সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ বলেন, আগামী সপ্তাহ থেকেই কলেজ, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন শুরু হবে। যাঁরা বাদ পড়েছেন, তাঁদের এসব কমিটিতে রাখা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনার সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।