বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা কমিটি গঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে জেলার অন্যতম সমন্বয়ক পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী বরকতউল্লাহ ফাহাদকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনজুরুল ইসলামকে সদস্যসচিব, সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ইউসুফ আরফান বিপ্লবকে মুখ্য সংগঠক ও একই কলেজের শিক্ষার্থী সিরাজুম মনিরাকে মুখপাত্র করা হয়েছে।

৩৮২ সদস্যের এ কমিটিতে ৩৩ জনকে যুগ্ম আহ্বায়ক, ৩৮ জনকে যুগ্ম সদস্যসচিব ও ৩৪ জনকে সংগঠক করা হয়েছে। অন্যদের কমিটির সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ বলেন, আগামী সপ্তাহ থেকেই কলেজ, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন শুরু হবে। যাঁরা বাদ পড়েছেন, তাঁদের এসব কমিটিতে রাখা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনার সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।