
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘মহামতি গৌতম বুদ্ধের মৈত্রীময় শান্তির বাণী এখন বাংলাদেশে সবচেয়ে বেশি প্রযোজ্য। এ দেশের মানুষ বিগত ১৫ বছর অশান্তির মধ্যে ছিল। সমাজ ভেঙে গেছে। আর অশান্তি চাই না বাংলাদেশে। এবার একটি সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র উপহার দিতে চাই।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ রোববার সকালে নগরের ডিসি হিল চত্বরে সম্মিলিত বুদ্ধপূর্ণিমা উদ্যাপন পরিষদ আয়োজিত বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘এ দেশে কোনো সংখ্যাগরিষ্ঠের রাজত্ব চলবে না। বাংলাদেশ পরিচালিত হবে প্রতিটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সুতরাং এই রাষ্ট্রে, এই সমাজে বিভক্তির আর কোনো রকম সুযোগ থাকবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সমাজ গড়ব, রাষ্ট্র গড়ব। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে গড়তে হবে।’
শান্তি শোভাযাত্রার উদ্বোধনের সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম সব ধর্মের মানুষের মিলনস্থল। এই চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটির পাশাপাশি একটি নিরাপদ বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চাই।’
সম্মিলিত বুদ্ধপূর্ণিমা উদ্যাপন পরিষদের সভাপতি রিটন কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম প্রমুখ।