নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কাজ করার সময় অসুস্থ হয়ে নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছে অন্য শ্রমিকেরা। আজ বুধবার সকালে
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কাজ করার সময় অসুস্থ হয়ে নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছে অন্য শ্রমিকেরা। আজ বুধবার সকালে

আদমজী ইপিজেডে অসুস্থ হয়ে নারী শ্রমিকের মৃত্যু, শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানায় কাজ করার সময় অসুস্থ হয়ে লিজা আক্তার (২৪) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রতিবাদে আজ বুধবার সকালে ওই কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। শ্রমিক বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ দুপুরে কারখানা ছুটি ঘোষণা করে।

আজ বেলা ১১টার দিকে অনন্ত অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টসে এ ঘটনা ঘটে। লিজা আক্তার সুইং অপারেটর হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানান, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কাজ করার সময় লিজা আক্তার অসুস্থ হন। পরে তাঁকে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে আজ সকালে কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। শ্রমিক লিজা আক্তারের মৃত্যুর জন্য চিকিৎসককে দায়ী করে কারখানার ভেতরে ভাঙচুর চালান। পরে কর্তৃপক্ষ দুপুরে কারখানা ছুটি ঘোষণা করে।

আদমজীতে অবস্থিত শিল্প পুলিশ-৪–এর পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা বলেন, লিজা আক্তার নামের নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে কারখানার ব্যবস্থাপক (মানবসম্পদ) জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, লিজা কাজ করার সময় অসুস্থ হন। হাসপাতালে নিলে সেখানে তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন হৃদ্‌রোগে তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার সময় স্বজনেরাও উপস্থিত ছিলেন। স্বজনেরা মরদেহ নিয়ে গেছেন। সকালে লিজার মৃত্যুতে দোয়া করে কারখানার কাজ শুরু করা হয়। কিন্তু কে বা কারা গুজব ছড়ালে শ্রমিকেরা বিক্ষোভ ও ভাঙচুর করেন।