Thank you for trying Sticky AMP!!

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির মানববন্ধন কর্মসূচি। আজ রোববার সকালে জেলা শহরের বান্দুটিয়া এলাকায়

‘আমরা কি চোর-ডাকাত? কী অন্যায় করেছি আমরা?’

‘আমরা কি চোর-ডাকাত? কী অন্যায় করেছি আমরা? পুলিশ আমাদের ধরে দুই হাত পেছনে দিয়ে হ্যান্ডকাফ (হাতকড়া) লাগিয়ে আটক করে নিয়ে যায়। পুলিশ কী যে আচরণ করে আমাদের সঙ্গে! আমরা দেশের মানুষের মানবাধিকার, ভোটাধিকারের জন্য আন্দোলন করছি। সে জন্য কি আমাদের অপরাধ হয়েছে? জেলখানায় কত কষ্ট! খাওয়াদাওয়া, শোয়া (শয়ন) কত যে কষ্টের! আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আওয়ামী লীগের নেতা-কর্মীরা লগি-বইঠা দিয়ে কত মানুষ হত্যা করেছেন। তাঁদের অপরাধ হয়নি?’

আজ রোববার সকালে মানিকগঞ্জ শহরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে দলের কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি।

নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে বিএনপির নেতা নাসির উদ্দিন আহম্মেদ বলেন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় এই তফসিল বাতিল করুন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান তিনি।

মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া বাজার এলাকায় হওয়া এই মানববন্ধন কর্মসূচিতে জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির দপ্তর সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব প্রমুখ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেন, শত বাধা ও গ্রেপ্তারের আতঙ্ক নিয়েও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী এই কর্মসূচিতে অংশ নেন। বিগত ১৫ বছর এই আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘনকে সর্বনিম্ন স্থানে নিয়ে গেছে। ভবিষ্যতে মানবাধিকার সুরক্ষায় এবং দেশের নাগরিকদের ভোটাধিকার রক্ষায় আন্দোলন-সংগ্রাম করে যাবেন বিএনপির নেতা-কর্মীরা। আগামী নির্বাচন এই নির্বাচন কমিশনের অধীনে হবে না। দেশের গণতন্ত্রকামী মানুষ এই একতরফা নির্বাচন হতে দেবে না, হতে দেওয়া হবে না।