ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলোর আয়োজনে এই ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে
ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলোর আয়োজনে এই ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে

ময়মনসিংহে চলছে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড

ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে শুরু হয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড। আজ শুক্রবার সকাল নয়টার দিকে বেলুন উড়িয়ে এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামাল।

উদ্বোধনের সময় জাতীয় সংগীত পরিবেশন করেন প্রথম আলো বন্ধুসভার ময়মনসিংহ শাখার বন্ধুরা। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। ফিজিক্স অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক চাঁন মিয়া। আর অলিম্পিয়াডের ভেন্যু পতাকা উত্তোলন করেন ডাচ্‌-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক গোলাম কিবরিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামাল বলেন, পৃথিবী অনেক এগিয়ে গেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে এগিয়েছে শিক্ষাব্যবস্থা। এই এগিয়ে চলার মধ্যেও গণিত, পদার্থবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ দুটি বিষয় শিক্ষার্থীদের কাছে এখনো ভীতিকর। অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে সে ভীতি কাটছে। প্রথম আলো ও ডাচ্‌-বাংলা ব্যাংক শিক্ষার্থীদের এ সুযোগ করে দিয়েছে।

অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের গণিত, পদার্থবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে ভীতি কাটবে বলে মন্তব্য করেন অতিথিরা

ডাচ্‌-বাংলা ব্যাংকের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মো. গোলাম কিবরিয়া বলেন, গণিত অলিম্পিয়াড ও ফিজিক্স অলিম্পিয়াডের শুরু থেকেই তাঁদের ব্যাংক যুক্ত ছিল, ভবিষ্যতেও থাকবে। এ দুটি আয়োজন গণিত ও ফিজিকসের ভীতি কাটাতে সহায়ক হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

অলিম্পিয়াড নিয়ে বিভিন্ন তথ্য দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জীবন গঠনে বেশ কিছু পরামর্শ দেন প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক চাঁন মিয়া। তিনি বলেন, শিক্ষার্থীদের আগে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হলে সবকিছুই সহজ হয়ে যাবে।

অলিম্পিয়াডের উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশ লাইনস স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ডাচ্‌-বাংলা ব্যাংকের কর্মকর্তা মনোয়ার উদ্দিন আহমেদ প্রমুখ।

২০২৩ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে ৫৩তম ফিজিক্স অলিম্পিয়াড। সেটিকে সামনে রেখে দেশব্যাপী ১৩তম ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ২০২৩ আয়োজন করা হচ্ছে। বাছাইপর্বের নির্বাচিতদের নিয়ে আয়োজিত হচ্ছে আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াড। ইতিমধ্যে ঢাকা, যশোর, বরিশাল ও রাজশাহীতে ফিজিক্স অলিম্পিয়াডের পর্ব অনুষ্ঠিত হয়েছে। পরে আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে আয়োজিত হবে জাতীয় উৎসব। জাতীয় উৎসবের বিজয়ীদের নিয়ে ক্যাম্প আয়োজন করা হবে। ক্যাম্প শেষে বাছাইকৃতদের নিয়ে গঠিত হবে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দল। ওই দলই জাপানের টোকিওতে অনুষ্ঠেয় ৫৩তম ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।