
চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নে বৃদ্ধাশ্রমের আঙিনায় ফেলে যাওয়া এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স ৪৫ থেকে ৫০ বছর। গতকাল সোমবার বিকেলে উপজেলার আমেনা-বশর বয়স্ক পুনর্বাসনকেন্দ্রের আঙিনা থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে একটি অটোরিকশা থেকে ওই নারীকে আহত অবস্থায় বৃদ্ধাশ্রমের সামনে ফেলে দেওয়া হয়। পরে অটোরিকশা নিয়ে চলে যান যাত্রীরা। কিছুক্ষণ পর ওই নারী মারা যান।
আমেনা-বশর বৃদ্ধাশ্রমের ব্যবস্থাপক মুহাম্মদ ফারুক প্রথম আলোকে বলেন, ওই নারীর মাথা ও হাতে থেঁতলানো–রক্তাক্ত দাগ ছিল। পরে পুলিশকে খবর দেন তাঁরা।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক টুটুন মজুমদার বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ওই নারীর পরিচয় জানা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।