
নড়াইলের সদর উপজেলায় বাড়ির পাশে ঘেরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেতভিটা এলাকা এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া ওই দুই শিশুর নাম আফিয়া খানম (৮) ও মীম খানম (৯)। মীম সম্পর্কে আফিয়ার চাচাতো ভাইয়ের মেয়ে। আফিয়া নড়াইল সদর উপজেলার বেতভিটা গ্রামের সাঈদ ফকিরের মেয়ে। মীমের বাবার নাম আলামিন ফকির।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে গোসল করার কথা বলে আফিয়া ও তার চাচাতো ভাইয়ের মেয়ে মীম বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে একটু দূরে সদ্য খনন করা একটি ঘেরে গোসল করতে যায় তারা। কিন্তু দীর্ঘ সময় পার হলেও গোসল করে আফিয়া ও মীম বাড়িতে না ফেরায় দুশ্চিন্তায় পড়েন পরিবারের লোকজন। পরে ঘেরে গিয়ে তাদের খোঁজাখুঁজির শুরু করেন পরিবারের লোকজন।
একপর্যায়ে বিকেল পাঁচটার দিকে ওই ঘের থেকে মীমকে মৃত এবং আফিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে করা হয়। উদ্ধারের পর আফিয়াকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহত দুই শিশুর বাড়ি পাশে বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের (১, ২ ও ৩) সদস্য রানী বেগমের বাড়ি। আজ সন্ধ্যায় তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিকেলে নিজ বাড়িতে কাজ করছিলাম। এ সময় ওদের (নিহত দুই শিশু) বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনতে পাই। আমি গিয়ে দেখি, আফিয়া আর মীমের লাশ বাড়িতে নিয়ে আসছে। পরে জানলাম, তারা ঘেরে গোসল করতে গিয়ে মারা গেছে। দুজনের কেউই সাঁতার জানত না।’
পানিতে ডুবে দুই শিশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম।