
সাতক্ষীরার তালা উপজেলায় প্রতিবন্ধী এক ছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার একটি ইউনিয়নে এ ঘটনায় করা মামলায় ওই দিনই দিবাগত রাত দুইটার দিকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম রওশন আলী শেখ (৫৫)। আদালতের মাধ্যমে তাঁকে আজ কারাগারে পাঠানো হয়েছে।
ধর্ষণচেষ্টা মামলাটির বাদী ওই ছাত্রীর মা। বাদী ও মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। একই গ্রামের এক শিক্ষকের কাছে প্রাইভেটও পড়ে। বৃহস্পতিবার শিক্ষক প্রাইভেট না পড়ানোয় বিকেল সাড়ে চারটার দিকে মেয়েটি বাড়ি ফিরছিল। পথিমধ্যে চায়ের দোকানদার রওশন আলী শেখ খাবার খাওয়ানোর কথা বলে তাকে দোকানে বসান। কিছুক্ষণ পর ওই ছাত্রীকে নিয়ে চায়ের দোকানের পেছনে মুরগি পালনের এক খামারে নিয়ে যান রওশন। সেখানে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন চলে এলে রওশন আলী পালিয়ে যান।
এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে মেয়েটির মা বাদী হয়ে রওশন আলী শেখকে আসামি করে পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন। এ মামলায় রাতেই আসামি রওশন আলী শেখকে পুলিশ গ্রেপ্তার করে। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইনুদ্দীন।