মনোনয়নপত্র জমা দিচ্ছেন পহেল চাকমা। সম্প্রতি তোলা
মনোনয়নপত্র জমা দিচ্ছেন পহেল চাকমা। সম্প্রতি তোলা

নির্বাচন থেকে সরে না দাঁড়ালে প্রাণনাশের হুমকি, থানায় জিডি করলেন প্রার্থী

রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে এ ঘটনায় তিনি রাঙামাটির কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পহেল চাকমা প্রথম আলোকে বলেন, গতকাল রাত আটটার দিকে রাঙামাটি শহরের স্টেডিয়াম মার্কেট এলাকায় নিজের কার্যালয়ে ছিলেন। এ সময় দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁকে পাশের একটি রেস্তোরাঁয় ডেকে নিয়ে যান। এরপর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বলেন। অন্যথায় প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেন।

জিডির বিষয়টি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার করা সাধারণ ডায়েরিটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।