সিলেটে করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু

মরদেহ
প্রতীকী ছবি

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর বয়স ৯০ বছর বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে মৃত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এর আগে ২ জুলাই করোনায় আক্রান্ত সিলেটে একজনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছিল।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত সিলেটে করোনায় তিনজনের মৃত্যু হলো। এর মধ্যে দুজন সিলেটের করোনা চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং অন্যজন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। গত ২৬ জুন একজন ও ২ জুলাই আরেকজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে ৭৬৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩০ জনের।