সিলেটে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশনা

সিলেট জেলার মানচিত্র
সিলেট জেলার মানচিত্র

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সিলেটে ভারী বৃষ্টিপাতে পাহাড় ও টিলাধসের সতর্কবার্তা জারি করে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। পাশাপাশি তিনি জেলা তথ্য অফিসকে সচেতনতা তৈরির জন্য জরুরি ভিত্তিতে জেলা সদর ও উপজেলা এলাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানোর নির্দেশনাও দিয়েছেন।

গতকাল শনিবার বিকেলে এক দাপ্তরিক আদেশে এটি জেলার সব কটি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বলা হয়েছে। বিষয়টি গতকাল মধ্যরাতে গণমাধ্যমকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অবহিত করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অতিভারী বৃষ্টির প্রভাবে সিলেটে পাহাড় ও টিলার পাদদেশে এবং নদীর তীরবর্তী স্থানে ভূমিধস হওয়ার শঙ্কা আছে। তাই ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী লোকদের জানমালের ক্ষয়ক্ষতি রোধে জরুরি ভিত্তিতে ইউএনওদের পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।

দাপ্তরিক আদেশে জেলা প্রশাসক মো. মজিবর রহমান ইউএনওদের দুটি নির্দেশনা দেন। প্রথমটি হচ্ছে পাহাড় ও টিলার পাদদেশ এবং নদী তীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী লোকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া। দ্বিতীয় নির্দেশনাটি হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা তৈরির জন্য মাইকিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রচারণা চালানো।