ফরিদপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগে আরেক নেতা বহিষ্কার

স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা মনির হোসেন
ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনির হোসেনকে (৪৩) বহিষ্কার করা হয়েছে। নিজ দলের অপর এক নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাতে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোজাম্মেল হোসেন খান ও সদস্যসচিব শাহরিয়ার শিথিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিসূত্রে মনির হোসেনকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনির হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দল সূত্রে জানা যায়, ১৮ জানুয়ারি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে যুবদলের সম্মেলন আয়োজন করা হয়। এর মূল উদ্যোক্তা ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম। ওই সম্মেলন সঠিক সময় দাওয়াত দেওয়া হয়নি—এই অজুহাতে ১৮ জানুয়ারি রাতে মাজহারুলকে কুপিয়ে আহত করে মনির। এ ঘটনায় করা মামলার আসামি হিসেবে মনিরকে ১৯ জানুয়ারি গ্রেপ্তার করে পুলিশ।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোজাম্মেল হোসেন খান প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মনিরকে দাওয়াত দিতে দেরি করায় তিনি (মনির) ক্ষিপ্ত হয়ে সম্মেলনের আয়োজককে কুপিয়ে জখম করেন। এ ঘটনার মামলা হওয়ার পর মনিরকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি (মনির) কারাগারে আছেন। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় কেন্দ্রের সঙ্গে কথা বলে তাঁকে (মনির) বহিষ্কার করা হয়েছে।