
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের এক দিন পর মো. হুমায়ুন (৩৫) নামের সিএনজিচালিত এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে পৌর শহরের আমবাগান এলাকার ভোগাই নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে একই নদী থেকে হুমায়ুনের অটোরিকশাটি উদ্ধার করা হয়।
হুমায়ুন শেরপুরের নকলা উপজেলার ডুকুরিয়া গ্রামের খোকা মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে হঠাৎ ভোগাই নদে একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এটি উদ্ধার করে।
নম্বর প্লেট দেখে ঝর্ণা খাতুন নামের এক নারী অটোরিকশাটিকে তাঁর স্বামীর বলে শনাক্ত করেন। পরে বিকেলে অটোরিকশা উদ্ধার হওয়া স্থান থেকে আধা কিলোমিটার দূরে আমবাগান এলাকার ভোগাই নদে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। ঝর্ণা খাতুন জানান, গত শনিবার রাত ১০টার দিকে তাঁর স্বামী হুমায়ুন বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরদিন রোববার তাঁর সঙ্গে একবার মুঠোফোনে কথা হলেও এর পর থেকে সংযোগ বন্ধ পাওয়া যাচ্ছিল।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, নদ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।