বাহুবলে ট্রাকচাপায় তাবলিগ জামাতের ২ সদস্য নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবলে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই অটোরিকশার চালকসহ আরও দুজন। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার আদিত্যপুর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই তাবলিগ জামাতের সদস্য ছিলেন। এর মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা।

নিহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মারুফ (৩৮) ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ (৭৫)। আহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদরের আল মামুন (৬৫) ও বাহুবল উপজেলার মানিকা বাজারের মঞ্জুব উল্যার ছেলে বাচ্চু মিয়া (৩০)। বাচ্চু অটোরিকশাটি চালাচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার চলিতাতলা জামে মসজিদ থেকে আজ সকাল ১০টার দিকে তাবলিগ জামাতের কয়েকজন সদস্য ব্যাটারিচালিত একটি অটোরিকশায় উপজেলার আদিত্যপুর জামে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় অটোরিকশাটি মহাসড়কের আদিত্যপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে সিলেটগামী একটি ট্রাক এটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. মারুফ ও আবদুল ওয়াহিদ নিহত হন। গুরুতর আহত হন অটোরিকশাচালক বাচ্চু মিয়া ও আরেক যাত্রী আল মামুন। আহত দুজনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, লাশ দুটি পুলিশের পক্ষ থেকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়ায় আছে।