Thank you for trying Sticky AMP!!

ভোটাররা উৎসাহ নিয়ে ভোটকেন্দ্রে যাবেন : ইসি আলমগীর

ময়মনসিংহ জেলা পরিষদের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেন, ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারবেন না—এমন কোনো খবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই। বরং ভোটাররা উৎসাহ নিয়েই ভোট দিতে যাবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব দিকে নজর আছে। তবে নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর দায়িত্ব নির্বাচন কমিশনের একার নয় বলে মন্তব্য করেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ মঙ্গলবার ময়মনসিংহ বিভাগের সরকারি কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভাটি ময়মনসিংহ জেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

মো. আলমগীর আরও বলেন, ‘সবার সহযোগিতায় নিয়ে আমরা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করব। নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর দায়িত্ব নির্বাচন কমিশনের একার নয়। এতে রাজনৈতিক দল ও প্রার্থীদেরও দায়িত্ব আছে। ভোটাররা যাতে শান্তিতে ভোট দিতে পারে, আমরা (ইসি) সে ব্যবস্থা করব।’

বিএনপির দাবির বিষয়ে আলমগীর বলেন, বিএনপির দাবির সঙ্গে নির্বাচন কমিশনের সম্পর্ক নেই। তাঁদের দাবি রাজনৈতিক বিষয়। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশিদের কোনো প্রকার চাপ নেই। তবে বিদেশিরা তাঁদের কাছে জানতে চান, তাঁরা সুষ্ঠু নির্বাচন করার জন্য কী কী পদক্ষেপ নিচ্ছেন। তবে বিদেশিদের কোনো চাপ নেই।

Also Read: বিদেশিরা নির্বাচনের প্রস্তুতি দেখে সন্তুষ্ট: ইসি আলমগীর

মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শাহ আবিদ হোসেন।

Also Read: সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে: ইসি আলমগীর