জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

২৪ দিন পর মৌলভীবাজারে আবার এনসিপির সমন্বয় কমিটি ঘোষণা

অভিযোগ ওঠার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছিল। ২৪ দিন পর আবার ৩১ সদস্যের জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটি আগামী তিন মাস বা আহ্বায়ক কমিটি গঠনের আগপর্যন্ত কার্যকর থাকবে।

গতকাল শনিবার রাতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে ফাহাদ আলমকে। কমিটিতে ১২ জনকে যুগ্ম সমন্বয়কারী ও ১৮ জনকে সদস্য করা হয়েছে।

এর আগে গত ১৮ জুন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলমের যৌথ স্বাক্ষরে ৩১ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছিল খালেদ হাসানকে। কমিটিতে ৯ জন যুগ্ম সমন্বয়কারী ও ২১ জনকে সদস্য করা হয়েছিল। কমিটির কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর ২০ জুন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মৌখিকভাবে কার্যক্রম স্থগিত করা হয়।

ঘোষিত নতুন কমিটিতে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে এহসান জাকারিয়া, কবিরুল ইসলাম, তামিম আহমেদ, নিলয় রশিদ, আফজাল হোসাইন, সানাউল ইসলাম, সাফওয়ান জাহান চৌধুরী, সৈয়দ মুফলে উস সালেকীন, আবদুল্লাহ আল হোসাইন, আবদুল বারী, শামায়েল রহমান ও জুনেদ আহমেদকে। কমিটির সদস্যরা হলেন খালেদ হাসান, নিজাম উদ্দিন, ভিম্পল সিনহা, এ এস এম নুরুল হুদা, দেলোয়ার হোসেন, রাসেল থিংগুজাম, আবদুস সামাদ, মো. আবদুল হাসিব, আহসান কবির, কৌশিক দে, লিংকন তালুকদার, হাসান আহমেদ, জাহিদুল হক, আশরাফ আহমেদ, প্রলয় বিশ্বাস, শাহেদ আহমেদ, আবু হানিফা ও মুহিবুর রহমান।

নতুন কমিটির প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাতে কমিটি ঘোষণা করা হয়েছে। আগের কমিটিতে অনেক অপরিচিত ফেস ছিল। আন্দোলনকারীদের অনেকে অনেককে চিনতে পারেননি। এ জন্য পরিবর্তন আনা হয়েছে।’ তিনি বলেন, তিনি আগে সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। তবে মাঝেমধ্যে গণসংহতির বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতেন। তবে কোনো পদ–পদবি ছিল না।

এনসিপির সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রীতম দাশ প্রথম আলোকে বলেন, ‘আগের কমিটিই (সাময়িক স্থগিত কমিটি) আছে। কিছু সংশোধিত ও সংযোজিত হয়েছে। প্রধান সমন্বয়ককে বদলানো হয়েছে। কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে। বেশির ভাগই আগের কমিটির।’