
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের জেরে কক্সবাজার জেলাজুড়ে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। আজ শনিবার দুপুরের পর এই বিক্ষোভ হয়।
শনিবার দুপুরে কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল; এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গাজমি দখল করছে, চাঁদাবাজি করছে। তার নাম না বললাম, আবার নাকি সে সংস্কার বোঝে না।’
নাসীরুদ্দীনের এই বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক প্রতিবাদ জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সন্ধ্যায় শহরের ঘুমগাছতলার পুরোনো শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে জেলা ছাত্রদল। এরপর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।
একই সময় চকরিয়া, রামু, ঈদগাঁও, উখিয়া ও টেকনাফে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় কক্সবাজার-টেকনাফ সড়কে উখিয়ায় বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।
প্রতিবাদের মুখে পূর্বনির্ধারিত ঈদগাঁও ও চকরিয়ার পথসভা করতে পারেনি এনসিপি।
শনিবার রাতে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। বিক্ষোভ মিছিলে নাসীরুদ্দীনের বিরুদ্ধে স্লোগান ধরে বলা হয়, ‘সালাউদ্দিন আহমদ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’/ ‘জুলাই জুলাই করিস না, জুলাই কারও বাপের না’/ ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ ইত্যাদি।
এনসিপির সমাবেশে দেওয়া নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছেন কি না খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শনিবার রাতে পোস্ট দিয়ে লুৎফর রহমান বলেন, ‘বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নিয়ে এনসিপি নেতার কুরুচিপূর্ণ বক্তব্য কক্সবাজারবাসীকে আশাহত করেছে। নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছে কি না খতিয়ে দেখা দরকার।’
শনিবার রাতে নাসীরুদ্দীনের বক্তব্যের জেরে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করে বিএনপি। সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না নাসীরুদ্দীনকে কক্সবাজারে অবাঞ্ছিত করার ঘোষণা করেন।
সৌদি আরবে ওমরাহ পালনরত জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এক ভিডিও বার্তায় বলেন, ‘এনসিপি বেয়াদবের মতো রাজনৈতিক কালচার প্রতিষ্ঠার চেষ্টা করছে, প্রতিটা জায়গায় আমরা জাতীয়তাবাদী দল এর প্রতিবাদ করব।’
জানতে চাইল এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সুজা উদ্দিন বলেন, বক্তব্যে কারও নাম ধরেননি নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রতিবাদের ভাষা সবার রাজনৈতিক অধিকার, কক্সবাজার রাজনীতির উর্বর জায়গা, এখানে সবাইকে সহনশীল হতে হবে।