Thank you for trying Sticky AMP!!

সমাজসেবায় স্বাধীনতা পুরস্কারে মনোনীত অরন্য চিরানের পক্ষে মানববন্ধন। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে

স্বাধীনতা পুরস্কারে মনোনীত অরন্য চিরানের পক্ষে এবার মানববন্ধন

সমাজসেবায় স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ময়মনসিংহের এনজিওকর্মী অরন্য চিরানকে ঘিরে বিতর্ক সৃষ্টির পর এবার তাঁর পক্ষে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে গারো সম্প্রদায়ের মানুষ ও একাধিক কবি অংশ নেন।

এর আগে গতকাল বুধবার পুরস্কারের তালিকা থেকে অরন্য চিরানের নাম বাতিলের দাবিতে একই স্থানে মানববন্ধন হয়। ময়মনসিংহের সচেতন সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সমাজসেবায় অরন্য চিরানের কোনো ভূমিকা নেই দাবি করে পুরস্কার বাতিলের দাবি জানানো হয়। গত শুক্রবার ২০২৪ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ১০ জনের নাম ঘোষণা করে সরকার। এতে সমাজসেবা ক্যাটাগরিতে অরন্য চিরানের নাম আছে।

ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জন সাংমার সভাপতিত্বে আজ মানববন্ধনে অন্যান্যের মধ্যে রানী নকরেক, বাংলাদেশ গারো ছাত্রসংগঠনের (বাগাছাস) কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি প্যাট্রিক চিসিম, দি আচিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি ধীরেন সাংমা, কবি আবু সাইদ কামাল, কবি হানিফ রাজা প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অরন্য চিরান দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। এ জন্য তিনি তাঁর প্রাপ্য সম্মান পেয়েছেন। কিন্তু তিনি প্রচারবিমুখ। সরকার তাঁকে মূল্যায়ন করলেও কিছু দুষ্কৃতকারী পদকের তালিকা থেকে অরন্য চিরানের নাম বাতিলের দাবি জানাচ্ছে। তাঁদের অন্যায্য দাবিতে আদিবাসী সম্প্রদায় ক্ষুব্ধ।

অরন্য চিরান ময়মনসিংহে ‘সারা সংস্থা’ নামের একটি এনজিওতে চাকরি করেন। তাঁর বাড়ি ধোবাউড়া উপজেলায়। তিনি নিজেকে আদিবাসীদের সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ সদর উপজেলা শাখার চেয়ারম্যান দাবি করেন। তবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিপুল হাজংয়ের দাবি, অরন্য চিরানকে অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কার করা হয়েছে।

Also Read: অরন্য চিরানের স্বাধীনতা পুরস্কার বাতিলের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

গতকাল বুধবার মানববন্ধনে অংশ নিয়ে বিপুল হাজং দাবি করেছিলেন, ‘অরন্য চিরান কোনোভাবেই স্বাধীনতা পুরস্কার পাওয়ার যোগ্য নন। সমাজসেবায় তাঁর ন্যূনতম কোনো অবদান নেই। বরং তাঁর বিরুদ্ধে আদিবাসীদের বিস্তর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। আমরা সেসব দুর্নীতির প্রমাণ দিতে পারব।’ ওই বক্তব্যের বিষয়ে গতকাল অরন্য চিরান প্রথম আলোকে বলেছিলেন, ‘আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সত্য নয়। আমার স্বাধীনতা পুরস্কার পাওয়ায় যারা ঈর্ষান্বিত, তারাই অপপ্রচার করছে। যথাযথ নিয়ম মেনেই আমাকে পুরস্কার দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই।’