Thank you for trying Sticky AMP!!

জাহাঙ্গীর আলমকে নিয়ে প্রচারণায় মা জায়েদা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মা জায়েদা খাতুনকে নিয়ে হাতিমারা এলাকায় প্রচারণা চালান ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুন তাঁর ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়ে আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে প্রচারণায় বের হয়েছেন। এ সময় তাঁদের সঙ্গে কর্মী-সমর্থকেরা ছিলেন।

গাজীপুর মহানগরের ছয়দানা এলাকার বাড়ি থেকে বের হওয়ার সময় মেয়র প্রার্থী জায়েদা খাতুন সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আমি গাজীপুরবাসীর জন্য কাজ করতে চাই। সবাই আমার পাশে থাকবেন। আমাকে টেবিলঘড়ি মার্কায় ভোট দেবেন।’

পরে মা ও ছেলে চলে যান কোনাবাড়ী এলাকায়। সেখানে জায়েদা খাতুন প্রচার-প্রচারণা চালান। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। মা জায়েদা খাতুন ভোটারদের মধ্যে লিফলেট বিলি করেন। জাহাঙ্গীর আলম ভোটারদের সঙ্গে করমর্দন করে মায়ের জন্য ভোট চান।

জাহাঙ্গীর আলম ভোটারদের উদ্দেশে বলেন, ‘আমার মা এই শহরের মানুষের জানমাল রক্ষার জন্য নির্বাচনে দাঁড়িয়েছেন। আপনারা আমার মাকে তাঁর টেবিলঘড়ি মার্কায় ভোট দেবেন। এই শহরে অনেক অনিয়ম হয়েছে এই শহরকে ক্ষতিগ্রস্ত করার জন্য। দু-চারজন লোক এই ক্ষতি করাচ্ছেন। আমার মা বলেছেন এটা আমার জন্মভূমি, তাই যেকোনো মূল্যে এই শহরকে রক্ষা করতে। এই শহরে দেশি-বিদেশি প্রায় তিন হাজার গার্মেন্টস আছে এবং বায়ার আছেন। তাঁরা যেন সুন্দরভাবে তাঁদের কাজটা করতে পারেন, গাজীপুর ও দেশের যাতে উপকার হয়, আমাদের রাষ্ট্রের ও সরকারের উপকার হয়, দেশের মানুষের যাতে কল্যাণ হয়, সে জন্য মা ভোটে দাঁড়িয়েছেন। আমার মা বলেছেন, আমার অসম্পূর্ণ কাজগুলো তিনি করতে চান। আমি মাকে সহযোগিতা করতে চাই।’

পরে জাহাঙ্গীর আলম তাঁর মাকে নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে পোশাক কারখানার সামনে, কাশিমপুর জেলখানা রোড ও দেওয়ালিয়া বাড়ি এলাকায় গণসংযোগ করেন। সেখান থেকে চলে যানে হাতিমারা এলাকায়। পরে জাহাঙ্গীর আলম হাতমাইক দিয়ে সবার উদ্দেশে কথা বলেন এবং ভোট চান।