Thank you for trying Sticky AMP!!

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্ত

লালমনিরহাটের কালীগঞ্জের চন্দ্রপুরের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার গভীর রাতে চন্দ্রপুরের বুড়িরহাট ৯১৩/৪ নম্বর পিলার থেকে ১০০ গজ দূরে ভারতের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মুরুলী চন্দ্র রায় (৪২)। তিনি কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্র রায়ের ছেলে। গুলিবিদ্ধ দুজন হয়েছেন কালীগঞ্জের চন্দ্রপুর গ্রামের মিজানুর রহমান (৩২) ও লিটন মিয়া (৩৮)।

পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় বাংলাদেশি ১০ থেকে ১২ জন গরু পাচারকারী দেশটিতে প্রবেশ করেন। গরু নিয়ে ফেরার পথে কালীগঞ্জের চন্দ্রপুরের বুড়িরহাট ৯১৩/৪ নম্বর পিলার থেকে ১০০ গজ দূরে ভারতের ভেতরে অবস্থান করার সময় পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার জলপাইগুড়ি-৭৫ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি করেন। এতে মুরুলী চন্দ্র রায়, মিজানুর রহমান ও লিটন মিয়া গুলিবিদ্ধ হন। এ সময় গরু পাচারকারী দলের অন্য সদস্যরা আহত তিনজনকে দ্রুত টেনেহিঁচড়ে বাংলাদেশের ভেতরে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য মুরুলী চন্দ্র রায়কে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান। আহত মিজানুর রহমান ও লিটন মিয়া গোপনে চিকিৎসা নিচ্ছেন।

Also Read: বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি তরুণের মৃত্যু, স্বজনদের আহাজারি

খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ নিহত মুরুলী চন্দ্র রায়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, নিহত মুরুলী চন্দ্র রায়ের লাশটি ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক মুরুলী চন্দ্র রায় নিহত হওয়ার ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাননি তিনি।

Also Read: লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ আহত, কড়া প্রতিবাদ

এর আগে গত সোমবার রাতে লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী সীমান্তে বিএসএফের গুলিতে লিটন মিয়া (১৯) নামের এক বাংলাদেশি গুরুতর আহত হন। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে লিটন মিয়া মারা যান। গত বুধবার রাতে বিএসএফের পক্ষ থেকে বিজিবির কাছে লালমনিরহাটের হাতীবান্ধার জাওরানি সীমান্ত দিয়ে লিটন মিয়ার লাশ হস্তান্তর করে।