রাজশাহী নগরের পদ্মা নদীর পাঠানপাড়া এলাকায় ফুটপাতে বেঁধে রাখা হয়েছে গরু। বুধবার সকালে
রাজশাহী নগরের পদ্মা নদীর পাঠানপাড়া এলাকায় ফুটপাতে বেঁধে রাখা হয়েছে গরু। বুধবার সকালে

রাজশাহীর পদ্মাপারে গরু বাঁধা নিয়ে ভ্রমণপিপাসু ও প্রাতর্ভ্রমণকারীদের আপত্তি

রাজশাহী নগরের পদ্মা নদীর দরগাপাড়া থেকে পাঠানপাড়া লালন শাহ মুক্তমঞ্চ পর্যন্ত এলাকায় গরু বেঁধে রাখার কারণে সৌন্দর্য হারাচ্ছে পদ্মাপার। একসময় এই এলাকায় সিটি করপোরেশন পায়ে হাঁটার জন্য ফুটপাত তৈরি করেছিল। এটিকে অনেকটা পার্কের মতো করে সাজিয়েছিল, যেখানে বিকেলে শিশুরা খেলাধুলা করত। তবে তিন মাস ধরে এই এলাকায় স্থানীয় মানুষেরা গরু লালন-পালন করায় ভ্রমণপিপাসু এবং প্রাতর্ভ্রমণকারীরা আপত্তি তুলেছেন।

সকালে অনেকেই ওই এলাকায় হাঁটাহাঁটি করেন আর বিকেলে ভ্রমণপিপাসুরা ভিড় জমান। তাঁরা গরু বাঁধা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, গরুর গোবর এবং দুর্গন্ধের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত জুলাইয়ের শেষ দিকে পদ্মায় পানি বাড়ার কারণে চরগুলো ডুবে যায়। তখন থেকেই তাঁরা চরে থাকা গরুগুলো শহর রক্ষা বাঁধের নিচে নিয়ে এসেছেন। পানি কমে গেলে তাঁরা আবারও গরুগুলো চরে ফিরিয়ে নেবেন।

গতকাল মঙ্গলবার বিকেলে এবং আজ বুধবার সকালে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, দরগাপাড়া থেকে লালন মুক্তমঞ্চের পশ্চিম দিকে শহর রক্ষা বাঁধের নিচে দক্ষিণ পাশে অন্তত ১০০ গরু বাঁধা আছে। গরুগুলোর থাকা, চরা এবং খাওয়ানো সবই ওই জায়গাতেই হচ্ছে। দিনের বেলায় বাঁধের নিচে খোলা জায়গায় গরু চরানো হচ্ছে। এর মাঝ দিয়েই হেঁটে চলাচল করেন মানুষ। অনেক সময় ফুটপাতের ওপর গোবরও পড়ে থাকে, যা থেকে দুর্গন্ধ ছড়ায়।

সিরাজগঞ্জ থেকে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আলী হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ছয়-সাত মাস আগেও জায়গাটা ভালো ছিল। এখন গরু বেঁধে জায়গাটা নষ্ট করে ফেলেছে। শহরের বাইরে থেকে কেউ এলে এখানে ঘুরতে আসেন। তাঁরা শহর সম্পর্কে নেতিবাচক ধারণা নিয়ে যাবেন। এগুলো প্রশাসনের দেখা দরকার।

আজ সকালে কয়েকজন নারী গরুগুলোকে খাওয়াচ্ছিলেন এবং গোসল করাচ্ছিলেন। তাঁরা জানান, তাঁদের বাড়ি শহর রক্ষা বাঁধ ঘেঁষে উত্তর দিকে এবং বাড়িতে গরু রাখার জায়গা নেই। পদ্মায় পানি বেড়ে যাওয়ায় গরুগুলো এখানে রাখা হয়েছে। পানি কমে গেলে আবার চরে চলে যাবেন। নাম প্রকাশ না করার শর্তে একজন নারী নদী দেখিয়ে বলেন, ‘ওই যে দেখা যায় ভাঙা গোয়ালঘর। ওইগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পদ্মার পানি কমে গেলে ওখানে চলে যাব।’ ওই নারী দাবি করেন, এখানে গরু রাখা হলেও পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে এবং কোনো দুর্গন্ধ রাখা হয় না।

সকালে এই এলাকার ফুটপাত ধরে হাঁটতে গিয়ে কয়েকজন অস্বস্তি প্রকাশ করেন। হায়াত আলী নামের একজন বলেন, ‘আমরা অনেক মানুষ সকালে হাঁটাহাঁটি করি। কিন্তু কয়েক মাস ধরে গরু বেঁধে রাখা হয়েছে। বন্যার কারণে এখানে রাখা হয়েছে বলে জানাচ্ছেন তাঁরা (স্থানীয় বাসিন্দারা)। কিন্তু এখন তো পানি কমে গেছে। জায়গাটার একটা সৌন্দর্য আছে, সেটা তো নষ্ট হচ্ছে।’

বিষয়টি নজরে আনা হলে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘আমরা সেখানে অসংখ্যবার মাইকিং করেছি। অভিযান চালিয়েছি, কিন্তু তাঁরা সরছেন না। আমরা ওই এলাকায় আরও শক্ত পদক্ষেপ নেব।’