Thank you for trying Sticky AMP!!

সেন্ট মার্টিন দ্বীপ

সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে নারী পর্যটক নিখোঁজ

কক্সবাজারের সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে মাহমুদা আক্তার (হ্যাপী) নামের এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। ৪ ফেব্রুয়ারি থেকে তাঁর খোঁজ মিলছে না। তিনি ৪১তম বিসিএসে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওসমান গণি বলেন, ৩ ফেব্রুয়ারি মাহমুদাসহ তিন বান্ধবী সেন্ট মার্টিনের একটি হোটেলে ওঠেন। ওই রাতে হ্যাপী সবার আগে ঘুমিয়ে যান। তাঁর দুই বান্ধবী ডালিয়া ও সোমার ঘুমাতে দেরি হয়। পরের দিন সকালে দুই বান্ধবী ঘুম থেকে উঠে দেখেন, রুমে মাহমুদা নেই। সকাল সাড়ে ৯টার দিকে এক বান্ধবীর ফোনে মাহমুদার একটি খুদে বার্তা আসে, ‘আমি গোসল করে রুমে ফিরব।’ এর পর থেকে মাহমুদার কোনো হদিস নেই।

ওসি বলেন, মাহমুদার ব্যবহৃত মুঠোফোন নম্বরটি ট্র্যাক করে দেখা গেছে, তাঁর সর্বশেষ অবস্থান কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে। তাঁকে উদ্ধারে কাজ করছে পুলিশ।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী প্রথম আলোকে বলেন, সেন্ট মার্টিনে গোসলে নেমে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে থাকলে সেটা জানা যেত। এ ঘটনায় টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।