সুদীপ্তা চাকমা
সুদীপ্তা চাকমা

রাঙামাটিতে ম্যালেরিয়ায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সুদীপ্তা চাকমা নামে ১০ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। প্রায় ৯ বছর পর ম্যালেরিয়ায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেছে জেলাটিতে। সুদীপ্তা চাকমা সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের বন্দুকভাঙা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

হাসপাতালের চিকিৎসক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন সুদীপ্তা চাকমা। রোগনির্ণয় পরীক্ষা না করে চিকিৎসকের পরামর্শে তাকে ওষুধ খাওয়ানো হচ্ছিল। জ্বর না কমায় গত শুক্রবার পরীক্ষা করালে তার ম্যালেরিয়া ধরা পড়ে। এরপর অবস্থার অবনতি হলে গতকাল শনিবার সকালে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে।

জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সুচিত্র চাকমা প্রথম আলোকে বলেন, প্রথমে সর্দি-জ্বর ভেবে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়নি। তবে ম্যালেরিয়া শনাক্ত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে শিশুটির মৃত্যু হয়।

বন্দুকভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরুণ চাকমা বলেন, ম্যালেরিয়ার মৃত্যুর ঘটনা কমে আসায় মানুষ এই রোগকে তেমন গুরুত্ব দেয়নি। নতুন করে একজনের মৃত্যুর খবরে এলাকায় ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মেয়েটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

রাঙামাটি জেলা সিভিল সার্জন নূয়েন খীসা প্রথম আলোকে বলেন, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু খবর পাওয়া গেছে। এলাকাটি দুর্গম হওয়ায় এবং মানুষের অসচেতনতার কারণে সঠিক চিকিৎসা না পেয়ে শিশুটি মারা গেছে। ২০১৬ সাল থেকে দীর্ঘ ৯ বছর পর নতুন করে মৃত্যুর ঘটনা ঘটল।