হবিগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর দম্পতির বিরুদ্ধে মামলা

আদালত
প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও লাইভ করে আলোচনায় থাকা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কনটেন্ট ক্রিয়েটর এক দম্পতির বিরুদ্ধে আজ মঙ্গলবার দুপুরে আদালতে মামলা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে আদালতে মামলাটি করেন সেলিম আহমেদ নামের এক আইনজীবী। আদালত মামলাটি আমলে নিয়ে থানা পুলিশকে এজাহার হিসেবে রেকর্ডের আদেশ দিয়েছেন।

মামলার আরজি সূত্রে জানা যায়, অতি সম্প্রতি চুনারুঘাট উপজেলার একটি গ্রামের বাসিন্দা ওই স্বামী-স্ত্রীর একটি রম্য ভিডিও কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে পবিত্র কোরআনের সুরা ফাতিহাকে ব্যঙ্গ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হবিগঞ্জসহ দেশের নানা স্থানে প্রতিবাদের ঝড় ওঠে।

এর পরিপ্রেক্ষিতে আজ দুপুরে এ বিষয়ে আদালতে মামলা করেন সেলিম আহমেদ। বাদী তাঁর মামলায় দাবি করেন যে ভিডিওতে সুরা ফাতিহাকে ব্যঙ্গ করা হয়েছে। এ কনটেন্ট নির্মাণ করে ওই দম্পতি মানুষের ধর্মানুভূতিতে আঘাত হেনেছেন।

মামলার আগে অবশ্য ওই দম্পতি অপর একটি ভিডিওতে নিজেদের দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এবং তাঁদের এ ভিডিও কনটেন্ট প্রত্যাহার করে নেওয়ার দাবি করেন।

মামলার বাদী আইনজীবী সেলিম আহমেদ বলেন, মুসলমান হিসেবে সবার ধর্মানুভূতিতে আঘাত আনা হয়েছে। তাঁদের শাস্তির দাবিতে মামলা করা হয়েছে। আদালত চুনারুঘাট থানাকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন।

ভিডিও কনটেন্ট তৈরি করে আলোচনায় থাকা ওই দম্পতির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় পাঁচ লাখ অনুসারী রয়েছেন। তাঁরা বিনোদনমূলক নানা ভিডিও তৈরি করে থাকেন।