দুই ঘণ্টার চেষ্টায় গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ শুক্রবার সকালে গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায়
ছবি: প্রথম আলো

গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায় পোশাক তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের দুই ঘণ্টার চেষ্টায় আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে আজ সকাল পৌনে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন জানান, গাজীপুর সদর উপজেলার মোশারফ কম্পোজিট মিলস্ লিমিটেড নামের ওই কারখানার অর্বিট সেকশনে (তুলা থেকে সুতা উৎপাদন করা হয়) আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন কারখানার পুরো সেকশনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মো. আবদুল্লাহ্ আল আরেফিন বলেন, কারখানার ওই সেকশনটি ইস্পাতের তৈরি। আগুনে কারখানার মেশিনসহ মালামাল পুড়ে গেছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি বিষয়ে কিছুই জানা যায়নি। তবে তাঁরা বিষয়টি তদন্ত করছেন।