Thank you for trying Sticky AMP!!

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ ফেরত পেল পরিবার

সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে সশস্ত্র বিএসএফ জওয়ানদের পাহারা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক রোজিবুল ইসলাম ওরফে রজনের (৩০) লাশ ফেরত দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ভোরে রোকনপুর সীমান্তের শূন্যরেখায় লাশ পৌঁছে দেয় বিএসএফ সদস্যরা।

Also Read: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লাশ ফেরতের বিষয়টি নিশ্চিত করে রোকনপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির সুবেদার আবদুল জাব্বার বলেন, লাশ গ্রহণ করার সময় গোমস্তাপুর থানা-পুলিশ উপস্থিত ছিল। শূন্যরেখা থেকে লাশ রোকনপুর সীমান্ত ফাঁড়িতে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সীমান্তের ওপারে ভারতীয় অংশে গত শনিবার রাতে বিএসএফের গুলিতে নিহত হন রোজিবুল। গতকাল সোমবার বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে লাশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়।

Also Read: পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করার কথা স্বীকার করল বিএসএফ

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ভারতীয় পুলিশ ময়নাতদন্তের পর লাশ ফেরত দিয়েছে। শরীরে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন ছিল।

রাধানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমান বলেন, রোকনপুরের বাসিন্দা রোজিবুল গরু চোরাচালান করতে রাখাল হিসেবে ভারতে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

Also Read: জীবননগর সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির লাশ ৭ দিন পর ফেরত দিল বিএসএফ