Thank you for trying Sticky AMP!!

বিদ্যালয়ে যাওয়ার পথে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল ছাত্রের

লাশ

সড়ক পার হয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাসাপ্রু মারমা (৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার সকাল নয়টার দিকে এই ঘটনা ঘটে। মাসাপ্রু খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমার ছেলে মাসাপ্রু মারমা। আজ সকালে গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসার পথে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পার হওয়ার সময় লাশবাহী অ্যাম্বুলেন্স মাসাপ্রুকে ধাক্কা দেয়। শিক্ষক ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার পরপরই লাশবাহী অ্যাম্বুলেন্সটি চট্টগ্রামের দিকে পালিয়ে যায়।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘মাঠে শিক্ষার্থীদের চেঁচামেচি শুনে বের হয়ে দেখি রাস্তায় আহত অবস্থায় পড়ে আছে মাসাপ্রু। দ্রুত তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। অ্যাম্বুলেন্সের চালককে আটক করে দ্রুত বিচার দাবি করছি।’

মানিকছড়ি থানার উপপরিদর্শক মো. আওলাদ হোসেন বলেন, নিহত শিশুর অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া নেবে পুলিশ।