Thank you for trying Sticky AMP!!

শেরপুরে ১৫ মিনিটের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

লাশ

১৫ মিনিটের ব্যবধানে বগুড়ার শেরপুর উপজেলার এক দম্পতির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। পারিবারিক কলহের জেরে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে এই দম্পতি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্বজনেরা।

মারা যাওয়া দুজন জিসান (২২) ও তাঁর স্ত্রী ফারজানা আক্তার (১৯)। এ দম্পতির বাড়ি শেরপুর পৌর শহরের হাজিপুর এলাকায়।

জিসানের বাবা বেলাল হোসেন বলেন, গতকাল সকালে খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামে ফারজানার বাবার বাড়ি বেড়াতে যান দুজনে। দুপুরে জিসান ও ফারজানা বাড়িতে ফিরে এসে নিজেদের শোবার ঘরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট (পোকামাকড় নিধনের বিষ) খান। পরে তাঁরা বাড়ির পাশে শর্ষেখেতে ঘুরতে যান। সেখানে ফারজানা অসুস্থ হয়ে রক্তবমি শুরু করেন। জিসানও অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন স্বামী-স্ত্রীকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। শারীরিক অবস্থার অবনতি হলে দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টায় ফারজানার মৃত্যু হয়। ১৫ মিনিট পর জিসানও মারা যান।

শেরপুর পৌরসভার হাজিপুর এলাকার ওয়ার্ড কাউন্সিলর শুভ ইমরান প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের পর লাশ দুটি পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই দম্পতি কী কারণে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়েছিলেন, তা এখনো সবার অজানা।

দম্পতির মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে বলে জানিয়েছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার।