
লক্ষ্মীপুরে ধারালো অস্ত্র ঠেকিয়ে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম নাহিদুল ইসলাম ভূঁইয়া ওরফে হৃদয়। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর স্বামী প্রবাসী। স্বামী দেশে থাকাকালীন নাহিদুলের কাছ থেকে এক হাজার টাকা ধার নেন। সেই টাকা পরিশোধ করতে গতকাল সন্ধ্যায় নাহিদুলের বাড়িতে যান ওই নারী। ঘরে ঢুকতেই তাঁর মুখ চেপে ধরে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণের চেষ্টা করেন নাহিদুল। এ সময় চিৎকার শুনে আশপাশের মানুষ এসে ওই নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে নাহিদুলকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।