Thank you for trying Sticky AMP!!

‘সরকারি টাকায় অসচ্ছল মানুষকে আইনি সহায়তা দেয় লিগ্যাল এইড’

উপজেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন। আজ বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ মাঠে

লিগ্যাল এইডের মাধ্যমে ছোটখাটো স্থানীয় বিরোধ নিষ্পত্তি করতে ইউনিয়ন ও উপজেলা কমিটি ভূমিকা রাখতে পারে। এরপরও যেসব বিষয় স্থানীয়ভাবে নিষ্পত্তি সম্ভব নয়, সেগুলো জেলা লিগ্যাল এইড কমিটির কাছে পাঠালে সরকারি খরচে অসচ্ছল জনগণকে আইনি সহায়তা দেওয়া হয়।

আজ সোমবার বিকেল চারটায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ মাঠে উপজেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেছেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন।

উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ সহকারী জেলা জজ সাকিব হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহ্লা চৌধুরীর যৌথ পরিচালনায় তৃনমূল পর্যায়ে আইনি সহায়তা কার্যক্রম বিস্তার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিগ্যাল এইড কমিটি ও বিচারপ্রার্থী জনসাধারণের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন আরও বলেন, প্রান্তিক অসচ্ছল জনগণ যাতে বিনা পয়সায় আইনি সহায়তা পায়, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিগ্যাল এইড আইন করেছেন।

বিনা খরচে আইনি সহায়তা, শেখ হাসিনা সরকার দিচ্ছে এই নিশ্চয়তা—স্লোগানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান, চাঁদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, বিচারক (জেলা জজ) জান্নাতুল ফেরদাউস চৌধুরী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শামছুল ইসলাম, পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম ফারহানা ইয়াসমিন, জিপি আবদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পিপি রনজিত রায় চৌধুরী, নারী ও শিশু নির্যাতন বিশেষ আদালতের পিপি সাইয়েদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, চরভৈরবী ইউপির চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার প্রমুখ।

Also Read: সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির নতুন চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন