৩৩ বছর পর আজ বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। ভোটকেন্দ্র ছিল ২১টি, ভোটার প্রায় ১২ হাজার শিক্ষার্থী।
তানভীর আহাম্মেদজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে
জাকসু নির্বাচনে মেয়ে সুহাসিনী সোহাকে নিয়ে ভোট দিতে আসেন মা জিন্নাতুননেসা।বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল কেন্দ্রে
বিজ্ঞাপন
সোহার হাতেও দেওয়া হয় অমোচনীয় কালি
বিজ্ঞাপন
মা বুথে ভোট দিচ্ছিলেন। ছোট সোহা মাকে বিরক্ত না করে উঁকি মেরে বুথের বাইরের দৃশ্য দেখছিলবুথ থেকে সোহার উঁকি দেওয়া নজর কাড়ে অন্য ভোটারদেরমায়ের ভোট দেওয়া শেষ। মায়ের সঙ্গে বুথ থেকে বের হয়ে আসে সোহাও