
সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আকস্মিক মৃত্যুতে তাঁর ভাই চিররঞ্জন সরকার মর্মাহত। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন। মুন্সিগঞ্জের মেঘনা নদীতে তাঁর লাশ উদ্ধার হয়। বিভুরঞ্জন কর্মস্থলে যাওয়ার কথা বলে নিখোঁজ হয়েছিলেন। তাঁর ছেলে ঋত সরকার বলছেন, দেহে আঘাতের চিহ্ন ছিল। বিডিনিউজে তাঁর একটি 'খোলা চিঠি' প্রকাশিত হয়েছে, যেখানে জীবনের হতাশা ও আর্থিক দৈন্যের কথা উল্লেখ ছিল। পরিবার এই চিঠি সম্পর্কে আগে কিছুই জানতো না।