অগ্নিকাণ্ড
অগ্নিকাণ্ড

অন্তঃসত্ত্বার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার

সিলেটের কানাইঘাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। কুটি হুনা বেগম (২২) নামের ওই গৃহবধূর বাবা বাদী হয়ে গতকাল সোমবার রাতে কানাইঘাট থানায় মামলা করেছেন।

ওই মামলায় গতকাল রাতে ভুক্তভোগী গৃহবধূর স্বামী আক্তার হোসেনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এর আগে গতকাল বিকেলে স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আক্তার হোসেন ও কুটি হুনা কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামের বাসিন্দা। প্রায় এক বছর আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়েছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুটির পরিবার আর্থিকভাবে অসচ্ছল। আক্তারের পরিবার এলাকায় কিছুটা প্রভাবশালী। বিয়ের পর থেকে আক্তার বিভিন্ন অজুহাতে কুটিকে অত্যাচার করতেন। এর মধ্যে কুটি অন্তঃসত্ত্বা হন। সম্প্রতি স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন তিনি। গত শনিবার রাতে কুটি তাঁর ওই বাড়িতে শুয়েছিলেন। এ সময় শ্বশুরবাড়িতে সবার অগোচরে গিয়ে স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন দেন আক্তার। কুটির চিৎকার শুনে সেখান থেকে পালিয়ে যান আক্তার। পরে পরিবারের সদস্য এবং আশপাশের লোকজন কুটিকে উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরদিন রোববার মৃত সন্তান প্রসব করেন কুটি।

দগ্ধ গৃহবধূও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী। তিনি জানান, ওই গৃহবধূর শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার আক্তার হোসেনকে আদালতে হাজির করা হলে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।