মিনু আক্তার
মিনু আক্তার

ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

চট্টগ্রামের বাঁশখালীতে ছুরিকাঘাতে মিনু আক্তার (৪২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তাঁর স্বামী ফরিদুল আলম (৪৪) তাঁকে ছুরিকাঘাত করেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলসা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিনু আক্তারের বাবার বাড়ি পশ্চিম ইলসা এলাকায়। তাঁর স্বামী ফরিদুল একই উপজেলার খানখানাবাদ ইউপির ডোংরা গ্রামের বাসিন্দা। ছুরিকাঘাতের ঘটনার পর থেকে তিনি পলাতক। তাঁদের ঘরে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর মিনু বাপের বাড়িতে যান। আজ ভোরে সেখানে গিয়ে মিনু আক্তারকে ছুরিকাঘাত করেন ফরিদুল। এ সময় মিনুর চিৎকারে ঘরের অন্য সদস্যরা এগিয়ে এলে ফরিদুল পালিয়ে যান। মিনুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নিহত নারীর স্বামী ফরিদুল আলম পলাতক। তাঁকে আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’