Thank you for trying Sticky AMP!!

প্রতিবেশীর ঘর থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার, ধারণা পিটিয়ে হত্যা

ঝালকাঠি পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন মল্লিক

ঝালকাঠি পৌর এলাকায় আওয়ামী লীগের এক নেতার লাশ তাঁর প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত রিপন মল্লিক (৫০) পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ধারণা করা হচ্ছে, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের এক প্রবাসীর ঘর থেকে রিপন মল্লিকের লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রবাসীর স্ত্রীকে আটক করে সদর থানায় নিয়ে গেছে পুলিশ।

নিহত রিপন মল্লিকের প্রতিবেশী হারিছ হোসেন বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে প্রবাসীর স্ত্রী তাঁর ঘরের ভেতর থেকে চিৎকার দিচ্ছিলেন। এ সময় আমিসহ আশপাশের মানুষ ঘরে ঢুকে দেখি, রিপন মল্লিক মেঝেতে পড়ে আছেন। সবাই মিলে তাঁকে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক রিপন মল্লিককে মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় আটক নারীর বোনের ছেলে প্রথম আলোকে বলেন, ‘আমার খালা ও খালু রিপন মল্লিকের কাছ থেকে জমি কিনেছেন। সেই সুবাদে রিপন মল্লিক আমার খালার বাসায় আসা-যাওয়া করতেন। রিপন মল্লিকের সঙ্গে তাঁর নিজের ভাইয়ের জমি নিয়ে বিরোধ ছিল। তবে ঘটনার দিন রিপন মল্লিক কেন আমার খালার ঘরে এসেছিলেন, তা আমাদের জানা নেই।’

লাশের সুরতহাল শেষে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে জানিয়েছেন ঝালকাঠি সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিতুল ইসলাম। তিনি বলেন, ‘যে নারীর ঘরে হত্যা করা হয়েছে, তাঁর সঙ্গে রিপন মল্লিকের সম্পর্ক ছিল বলে তথ্য পেয়েছি। আমরা ওই নারীকে আটক করেছি। রিপন মল্লিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’