কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো ইব্রাহীম আলী (৮) ও তাবাসসুম (৯)। তারা সম্পর্কে মামাতো–ফুপাতো ভাই-বোন বলে জানা গেছে।
আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী এলাকার ফুলকুমার নদে এ ঘটনা ঘটনা। শিশু ইব্রাহীম আলী ওই এলাকার আজিজুর রহমানের ছেলে এবং তাবাসসুম আবদুর রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে ইব্রাহীম, তাবাসসুম ও স্থানীয় বাসিন্দা আল-আমিনের ছেলে মাহাবুর রহমানসহ তিন শিশু মিলে বাড়ির পাশের ফুলকুমার নদে ছোট জাল নিয়ে মাছ ধরতে যায়। এ সময় নদের খালে পড়ে যায় তারা। আশপাশের লোকজন টের পেয়ে শিশু মাহাবুর রহমানকে (১০) উদ্ধার করতে পারলেও ইব্রাহীম ও তাবাসসুম নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে শিশু দুটির লাশ উদ্ধার করে।
রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান বলেন, ‘আমি সরেজমিন দেখে এসেছি। তিনটি শিশু একসঙ্গে ফুলকুমার নদে মাছ ধরতে নেমে পানিতে ডুবে যায়। এর মধ্যে একজনকে জীবিত উদ্ধার করে স্থানীয় লোকজন। কিন্তু পরে অন্য দুজনকে উদ্ধার করলেও তাদের বাঁচানো যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আছেন। সরেজমিন তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।