Thank you for trying Sticky AMP!!

হবিগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে বগিটি লাইনচ্যুত হয়। বেলা ২টা পর্যন্ত এটি উদ্ধার করা সম্ভব হয়নি। বিকল্প লাইনে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

শায়েস্তাগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা গেছে, আজ চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাচ্ছিল। ট্রেনটি সকাল সোয়া ৯টার দিকে আখাউড়া রেলস্টেশন থেকে ছেড়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের ১ নম্বর লাইন দিয়ে যাওয়ার সময় একটি বগি লাইনচ্যুত হয়। এতে ১ নম্বর লাইনটি বন্ধ আছে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী প্রথম আলোকে বলেন, মনতলা রেলস্টেশনের ১ নম্বর লাইনে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। বিকল্প লাইনে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেললাইনে চলাচলকারী সব ট্রেনের চলাচল স্বাভাবিক আছে। লাইনচ্যুত বগি উদ্ধারে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। আশা করা যাচ্ছে, বিকেলের আগেই লাইনচ্যুত বগিটি উদ্ধার করা সম্ভব হবে।