অবসরপ্রাপ্ত মাদ্রাসার শিক্ষক আবু বকর ছিদ্দিক
অবসরপ্রাপ্ত মাদ্রাসার শিক্ষক আবু বকর ছিদ্দিক

নোয়াখালীতে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল শিক্ষকের লাশ

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের চার দিন পর পুকুর থেকে অবসরপ্রাপ্ত এক মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আবু বকর ছিদ্দিক (৮০)। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দলপুর গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত আবু বকর ছিদ্দিক চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর এলাকার বাসিন্দা। চাটখিল আউলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন তিনি। উদ্ধার করা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় ডান চোখের ওপরে ও গলায় হালকা আঘাতের চিহ্ন দেখেছে পুলিশ। মৃত্যুর কারণ নিশ্চিত হতে আজ দুপুরে নিহত শিক্ষকের লাশ নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, আবু বকর ছিদ্দিককে গত শুক্রবার সন্ধ্যায় চাটখিল বাজার থেকে সবজি কিনে বাড়ির দিকে রওনা হতে দেখা গেছে। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন শুক্রবার রাতে এবং পরদিন শনিবার এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে গত রোববার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর এলাকায় মাইকিংও করা হয়, কিন্তু তাঁর সন্ধান পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সুন্দলপুর গ্রামের একটি পুকুরে লাশটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে লাশটি নিখোঁজ শিক্ষক আবু বকরের বলে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে চাটখিল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, যে পুকুর থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে, ওই পুকুর চলাচলের রাস্তা থেকে একটু দূরে। মাঝখানে একটি জমি রয়েছে। উদ্ধারের পর মৃতদেহের ডান চোখের ওপরে ও গলায় হালকা আঘাতের চিহ্ন দেখা গেছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।