Thank you for trying Sticky AMP!!

প্রশাসনের উদ্যোগে বন্ধ হলো বাল্যবিবাহ, বর ও কনের বাবাকে জরিমানা

বাল্যবিবাহ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে বাল্যবিবাহের এক আয়োজন ভেস্তে গেছে প্রশাসনের হস্তক্ষেপে। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন।

এ সময় কনে ও বরের বাবাকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দুপুরে কনের বাড়িতে এ বিয়ের আয়োজন করা হয়।

সাতক্ষীরা জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান জানান, তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ষষ্ঠ শ্রেণির (১৪ বছর) এক ছাত্রীর সঙ্গে একই এলাকার ১৭ বছর বয়সের এক কিশোরের বিয়ের আয়োজন করা হয়েছে। খবর পেয়ে আজ বেলা আড়াইটার দিকে তিনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন, ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জয়নাল আবেদিন, ইউনিয়ন পরিষদ সচিব আমিনুর রহমান কনের বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পান। তাঁদের দেখে বর গা ঢাকা দেয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন বর ও কনের বাবাকে দুই হাজার টাকা করে জরিমানা করেন। এ ছাড়া বর ও কনের বাবা তাঁদের ছেলে ও মেয়েকে নির্ধারিত বয়সের আগে বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।