খাগড়াছড়ির মানিকছড়িতে বালতির পানিতে ডুবে মো. আনাস নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বাটনাতলী ইউনিয়নের বড়গ্রামের মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মো. আনাস ওই এলাকার মো. আবু আহমেদের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে শিশুটির মা ও পরিবারের লোকজন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির বাইরে থাকা পানিভর্তি একটি বালতিতে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুর মৃত্যুর বিষয়টি মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।