দিনাজপুরের বিরল উপজেলায় জীবন মহল বিনোদন পার্কের কমিউনিটি সেন্টারে ভাঙচুর হওয়া চেয়ার–টেবিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে সেখানে হামলার ঘটনা ঘটে। শুক্রবার দুুপুরে তোলা
দিনাজপুরের বিরল উপজেলায় জীবন মহল বিনোদন পার্কের কমিউনিটি সেন্টারে ভাঙচুর হওয়া চেয়ার–টেবিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে সেখানে হামলার ঘটনা ঘটে। শুক্রবার দুুপুরে তোলা

দিনাজপুরে জীবন মহলে নীরবতা, আতঙ্ক

দিনাজপুরের বিরলে 'জীবন মহল ফ্যামিলি পার্কে' হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, পার্কটিতে 'অসামাজিক ও ইসলামবিরোধী' কার্যকলাপ চলছিলো। বৃহস্পতিবারের এই ঘটনায় পার্কের রিসোর্ট, কমিউনিটি সেন্টার, রেস্টুরেন্ট ও মেডিটেশন সেন্টারে ভাঙচুর ও লুটপাট করা হয়। পার্কের মালিক আনোয়ার চৌধুরী জানান, এটি একটি ষড়যন্ত্র। তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে না পারেন, সেজন্যেই এমন প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।