
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাড়িতে ঢুকে এক বৃদ্ধকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার গোলদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আবদুস ছাত্তার হাওলাদার (৬৫) নামে খুন হওয়া ব্যক্তি অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর।
নিহত আবদুস ছাত্তার হাওলাদারের স্ত্রী নাসিমা বেগম জানান, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ পান তাঁরা। আবদুস ছাত্তার দরজা খুলতেই পাঞ্জাবি পরা ও দাড়িওয়ালা এক যুবক ঝাঁপিয়ে পড়ে ছুরিকাঘাত করতে থাকেন। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন ছাত্তার। চিৎকার শুনে লোকজন ছুটে এলে হত্যাকারী দ্রুত পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় আবদুস ছাত্তারকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসান তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জাহিদ হাসান বলেন, নিহত ব্যক্তির শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
আবদুস ছাত্তার হাওলাদারের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হত্যার কারণ সম্পর্কে কিছুই বলতে পারছেন না পরিবারের সদস্যরা। আবদুস ছাত্তারের ভাতিজা লিটন হাওলাদার বলেন, ‘আমার চাচার সঙ্গে এলাকার কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল বলে আমাদের জানা নেই। কারা এমন কাজ করল, বুঝতে পারছি না।’
স্থানীয় বাসিন্দারা দিনদুপুরে এ ধরনের হত্যাকাণ্ডে বিস্মিত ও শঙ্কিত। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, হত্যাকারী একজন অপরিচিত ব্যক্তি, যাঁকে নিহত আবদুস ছাত্তার হাওলাদারের স্ত্রী দাড়িওয়ালা ও পাঞ্জাবি পরিহিত হিসেবে শনাক্ত করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকারীকে দ্রুত চিহ্নিত ও গ্রেপ্তার করতে সর্বোচ্চ চেষ্টা চলছে।